ষড়যন্ত্রে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার

০৬ ফেব্রুয়ারী ২০২১

স্বাধীনতার পরাজিত গোষ্ঠী দেশ-বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্র করছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র। এমনটাই মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ এর উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এই মন্তব্য করেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধন করা হয়।  

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ষড়যন্ত্রকারীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।একটি গল্প বানিয়ে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। দেশের মানুষ জানে, এটি কার এবং কিসের আলামত। শেখ হাসিনার নেতৃত্বে অতীতের ন্যায় সব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, দেশকে উন্নত-সমৃদ্ধ করেতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।তার নেতৃত্বে দেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতর্কিত করা মানে গোটা জাতিকে বিতর্কিত এবং কলঙ্কিত করার সামিল। দেশে গুম-হত্যা এবং নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াত দল এখন সামনা-সামনি মোকাবিলা করতে না পেরে, ভাইরাসের রূপ ধারণ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে অদৃশ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন  তাজুল ইসলাম।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এবং মন্ত্রণালয়ের সচিব  বদরুল আরেফীন।, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রমূখ।

 

এমআই

 


মন্তব্য
জেলার খবর