করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৪৩৫ 

০৬ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত সাত জন মারা গেছেন। পরীক্ষায় ৪৩৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।পাশাপাশি এই রোগ থেকে সেরে ওঠেছেন ৫০৭ জন।শনাক্তের হার  ছিল দুই দশমিক ৭৯। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে আট হাজার ১৮২ জনের। সুস্থ হয়েছেন চার লাখ ৮২ হাজার ৪২৪ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪৩। 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৮১১টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৬৬টি। মৃতদের মধ্যে পুরুষ চার জন, নারী তিন জন। বিভাগভিত্তিক ঢাকায়  ছয় জন আর রাজশাহীতে একজন ছিলেন। সবাই হাসপাতালেই মারা গেছেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর