লিটারে ৩৫ টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম

০৬ ফেব্রুয়ারী ২০২১

কয়েক মাসের ব্যবধানে ভোজ্য তেল সয়াবিনের এক লিটারের বোতলে দাম বেড়েছে ৩৫ টাকা। আর ৫ লিটারের বোতলে দাম বাড়ানো হয়েছে ২০ টাকা। বিদ্যমান চালের চড়া দরের মধ্যেই ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নির্দিষ্ট আয়সহ খেটে খাওয়া মানুষ। 

ব্যবসায়ীরা বলছেন, শুধু বোতলজাত সয়াবিন তেলই নয়, খোলা সয়াবিন ও পাম তেলেও আগের চেয়ে দাম বেড়েছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত বছরের এই সময়ের তুলনায় সয়াবিন তেলের দাম এখন ১৯-২৬ শতাংশ বেশি।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। আর সরবরাহও আগের চেয়ে কমেছে। আগে ছয়টি মিল ভোজ্য তেল সরবরাহ করলেও এখন তিনটিই সরবরাহ করতে পারছে না। তাই সরকারের উচিত- এখনই বড় উদ্যোগ নেওয়া, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।

 বাজারে এক লিটার রূপচাঁদা বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এখন ১৪০ টাকা। ফ্রেশ ও তীর ব্র্যান্ডের এক লিটার সয়াবিন তেলের বোতলের এমআরপি  ১৩৫ টাকা এবং পুষ্টি ও বসুন্ধরা ব্র্যান্ডের দাম এখন ১৩০ টাকা।  পাঁচ লিটারের বোতলের গায়ে লেখা রয়েছে রূপচাঁদা ৬৮৫, ফ্রেশ, তীর ও পুষ্টি ৬৫৫ এবং বসুন্ধরা ৬৫০ টাকা। যদিও খাতিরে ক্রেতারা এর চেয়ে একটু কম দামে কেনেন। ব্যবসায়ীরা বলছেন, কাওরান বাজারেই ১১২-১১৫ টাকা লিটারে খোলা সয়াবিন,আর পাম তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০২-১০৫ টাকা দরে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর