মন্তব্য
ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। তার পোস্টটিকে কৃষক বিদ্রোহের ‘বিপক্ষে’ বলে ধরে নিয়েছেন অনেকেই।
গত ৩ ফেব্রুয়ারি ভারতের একতার কথা সামনে এনে লতা লিখেছিলেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে যেকোনো সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব।’