নড়াইল সংবাদদাতা
ভারতের স্বনামধন্য এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের চিকিৎসাসেবা এখন নড়াইলেই পাওয়া যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের রোগিদের চিকিৎসাসেবা দিবেন। এজন্য নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ক্যান্সার সেন্টারটির তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এই তথ্য কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের ম্যানেজার শতদল ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন-এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার নড়াইলের উদ্যোক্তা শাহাবুল ইসলাম সবুজ ও তরিকুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল বাকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শেখসহ অনেকে। বিশ্বের বিভিন্ন দেশে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের শাখা রয়েছে। এর মাধ্যমে ক্যান্সার রোগিরা সহজে চিকিৎসাসেবা পেয়ে থাকেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এফকে/এমআই