মধ্য রাতে পুড়লো আট দোকান

০৬ ফেব্রুয়ারী ২০২১

নড়াইল সংবাদদাতা
নড়াইলের নড়াগাতীর খাশিয়াল বাজারে আট দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীদের। শনিবার (শুক্রবার দিবাগত) রাত সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন- কীটনাশক দোকানি প্রিন্স খান, মুদিদোকানি জাহের মোল্যা, নজরুল মোল্যা, বুদ্ধি সরদার ও হেমায়েত শরীফ এবং কাঁচামাল দোকানি দেলোয়ার খান ও গোশত বিক্রেতা শাহিদুল বিশ্বাস। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত।

ক্ষতিগ্রস্থরা জানান, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে দোকাগুলো পুড়ে যায়। এতো রাতে আগুন কিভাবে লাগলো, সেটা বুঝতে পারছেন না খাশিয়াল বাজার বণিক সমিতির সভাপতি জাহের মোল্যা।

 

এফকে/এমআই


মন্তব্য
জেলার খবর