ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে সাসাতি রায় চৈতি (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) রাত ২ টার দিকে চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামীসহ তার শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে চৈতির বাবা বলছেন, যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করা হয়েছে, অন্যদিকে চৈতির স্বামী ও শ্বশুরের দাবি বিয়ের অনুষ্ঠানে যেতে না পেরে সে আত্মহত্যা করেছে।
চৈতির স্বামী হচ্ছেন বোরহানউদ্দিন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনোজ কুমার মজুমদার। চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের হরিবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা উপ-সহকারি কৃষি কর্মকর্তা সমির চন্দ্র মজুমদার তার শ্বশুর। চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের মেয়ে তিনি।
সুভাষ চন্দ্র রায় জানান, এক বছর পূর্বে শাওনের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই। আমার মেয়েকে তার শ্বশুর, শাশুড়ি ও স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করে আসছে। তারা যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
সমির চন্দ্র মজুমদার বলেন, আমাদের এক প্রতিবেশি মেয়েকে শুক্রবার বিয়ে দেওয়া হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে পুত্রবধূ যেতে চাইলে ভাঙ্গা রাস্তার কারণে ছেলে তাকে নিয়ে যায়নি। এ কারণে চৈতি অভিমান করে আত্মহত্যা করতে পারে। শাওন মুজমদার বলেন, আমি বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় বাসায় ফিরে একাধিকবার দরজা নক দিয়েও চৈতির সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি- সে আত্মহত্যা করেছে।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম খান জানান, সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে চৈতির গলা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। চরফ্যাশন থানার ওসি তদন্ত রিপন সাহা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলেই জানা যাবে- এটি হত্যা, না আত্মহত্যা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কামরুজ্জামান শাহীন/এমকে