তুর্কি সিরিজ দেখে ইসলাম গ্রহণ

০৭ ফেব্রুয়ারী ২০২১

তুর্কি একটি সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন এক নারী। তুর্কি জনপ্রিয় টিভি সিরিজ রেসুররেক্শন : আরতুগ্রুল দেখে ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর উইসকনসিনের বাসিন্দা ওই নারীর নাম রাখা হয় খাদিজা। তিনি নেটফ্লিক্সে প্রথম এই সিরিজ দেখেন।

আনাদলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর