লাল পানিতে ডুবে গেল গ্রাম!

০৭ ফেব্রুয়ারী ২০২১

ইন্দোনেশিয়ার জেংগট দেশটির মধ্য জাভা প্রদেশে অবস্থিত একটি ঐতিহ্যে ভরপুর গ্রাম। ঐতিহ্যগতভাবে এই গ্রামে রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত। জেংগটে বৌদ্ধদের বহু পুরাকীর্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

সাম্প্রতি পেকলঙ্গনে বন্যা হয়। বন্যার পানি কয়েকটি বাটিক টেক্সটাইলে ঢুকে পড়ে। শনিবার (৬ ফেব্রুয়ারি) টেক্সটাইলগুলোতে রাখা লাল রঙ পানিতে মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল পানির বন্যায় ডুবে যায় গ্রামটি।

বন্যার পানিতে এভাবে কেমিকেলযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও আলোচনায় নিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন— কেমিকেল মিশে বিষাক্ত হয়ে পড়া এই পানি নদীতে নেমে গেলে বা স্থানীয় পুকুর-ডোবায় জমে থাকলে তা পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

বিবিসি ও সিএনএন


মন্তব্য
জেলার খবর