অপহৃত নৌসেনাকে পুড়িয়ে হত্যা

০৭ ফেব্রুয়ারী ২০২১

মুক্তিপণের টাকা না পেয়ে সুরজ কুমার দুবে (২৬) নামে ভারতীয় নৌবাহিনীর এক সদস্য পুড়িয়ে হত্যা করেছে অপহরণকারীরা। তিনি তালিমনাড়ুর আইএনএস কোয়েম্বত্তুর প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে— নিহত সুরজ দুবে কিছুদিন আগে ঝাড়খণ্ডে তার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন। গত ৩০ জানুয়ারি সেখান থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দর এলাকা থেকে অপহৃত হন তিনি।

অপহরণের তিনদিন পর গত ২ ফেব্রুয়ারি পালঘরের ঘোলওয়াড় এলাকার জঙ্গল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তার শরীরের অধিকাংশ অংশই দগ্ধ হয়েছিল। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর