রাজধানী ঢাকায় রাজস্ব, পানি ও বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের মূল্য এলাকারভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তার যুক্তি- উচ্চবিত্ত এলাকায় বসবাসরত মানুষ এবং অন্যান্য এলাকায় কম আয়ের মানুষ ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কেন একই মূল্য পরিশোধ করবে? সব জায়গায় সমান মূল্য নির্ধারিত হওয়ায় এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা ওয়াসার ‘গন্ধবপুর পানি শোধনাগার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, রাজধানীতে এলাকা বা জোনের ওপর ভিত্তি করে অবকাঠামো নির্মাণ ও ভবনের উচ্চতা নির্ধারণ করে দেওয়া হবে। সব এলাকায় একই ধরনের রাজস্ব এবং হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের মূল্য নির্ধারণ যৌক্তিক নয়। এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করি। দেশের উন্নয়নে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহবান জানাই। পরিদর্শনকলে মন্ত্রীর সঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে