আর সপ্তাহখানের মতো শীতের আমেজ থাকবে দেশে। আগামী দু-একদিনর মধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও হাড় কাঁপানো শীত পড়বে না। আকাশে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত প্রায় এক সপ্তাহ প্রায় সারাদেশেই শৈত্যপ্রবাহ ছিল। শনিবার তাপমাত্রা বাড়ায় চলে গেছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী এটাই ছিল চলতি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। সামনের সপ্তাহেই বসন্ত। ঋতু পরিবর্তনের এই সময় আবহাওয়া বিরূপ আচরণ করে। কখনও হালকা ঠাণ্ডা, আবার কখনও গরম অনুভূত হতে পারে। এদিকে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আকাশে মেঘ জমেছে, তাপমাত্রাও বেড়েছে। এতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মেঘ সরে গেলেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহর ঢাকায় ১৪ দশমিক ৭, ময়মনসিংহে ১৪, চট্টগ্রামে ১৪, সিলেটে ১৪ দশমিক ৫, রাজশাহীতে ১২, রংপুরে ১৩ দশমিক ২, খুলনায় ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এমকে