ইউক্রেনে যুক্তরাজ্যের অস্ত্র সরবারহ কখনো ভলবে না রাশিয়া

০৬ মার্চ ২০২২

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানে এ পর্যন্ত অসংখ্য মানুষ নিহত হয়েছেন। রাশিয়ার এ অভিযানকে ভালোভাবে নেয়নি ইউরোপিয়ান দেশগুলো। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর।

 

রাশিয়াও কম যায় না। ইউক্রেনের প্রতি পশ্চিমাদের এমন সমর্থনে চটেছে মস্কো। সম্প্রতি ব্রিটেনের প্রতি সরাসরি আক্রমণ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের সরকার কিংবা ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তির সাথে ব্রিটিশ সহযোগিতার কথাটি রাশিয়া ভুলে যাবে না।

 

মারিয়া বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে যে উন্মাদনা তাতে লন্ডনের সরকার মূল ভূমিকা না হলেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’

 

এর ফল হিসেবে রাশিয়ায় ব্রিটিশ স্বার্থ ‘ক্ষুণ্ণ হবে’ বলে রুশ মুখপাত্র উল্লেখ করেন। রাশিয়ার সরকারি ভাষ্য অনুযায়ী, ইউক্রেনে বেসামরিক মানুষের প্রতি যে হুমকি সেটা রাশিয়ার সৈন্যদের কাছ থেকে নয়, ইউক্রেনিয়ান জাতীয়তাবাদীদের কাছ থেকে। এ আগ্রাসনের পর ব্রিটিশ সরকার ইউক্রেনে অস্ত্র ও অর্থ সাহায্য পাঠিয়েছে।

 

সূত্র : বিবিসি।


মন্তব্য
জেলার খবর