শুরুতে টিকা নিলেন ৩১১৬০ জন

০৮ ফেব্রুয়ারী ২০২১

দেশ জুড়ে করোনার টিকাদান শুরু হয়েছে রোববার (৭ ফেব্রুয়ারি)। প্রথম দিনে বিশিষ্টজনসহ টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। গ্রহণের দিনে টিকা প্রয়োগের অংশ লাল এবং জ্বর হওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মাত্র ২১ জনের মাঝে। বাকিদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। রোববার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’র পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, প্রথম দিনে টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন, নারী সাত হাজার ৩০৩ জন ছিলেন।  ঢাকা মহানগরে টিকা নিয়েছেন পাঁচ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৭৭২ জন, নারী এক হাজার ২৯৯ জন। বিভাগভিত্তিক ঢাকায় (মহানগরীসহ)৯ হাজার ৩১৪ জন, ময়মনসিংহে এক হাজার ৬৯৩ জন, চট্টগ্রামে ছয় হাজার ৪৪৩ জন, রাজশাহীতে তিন হাজার ৭৫৭ জন, রংপুরে দুই হাজার ৯১২ জন, খুলনায় তিন হাজার ২৩৩ জন, বরিশালে এক হাজার ৪১২ জন আর সিলেটে দুই হাজার ৩৯৬ জন টিকা নিয়েছেন ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর