মন্তব্য
সম্প্রতি বলিউডের অন্যতম স্টারকিড সানায়া কাপুরের একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে । ভিডিওতে দেখা যাচ্ছে সাদা স্কার্ট আর ক্রপ টপ পরে বেলি ডান্স করছেন সানায়া।
নাচের সময় প্রতিবিম্ব যেয়ে পড়েছে পাশের দেয়ালের আয়নায়। নাচের ছবি নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সানায়া।
ক্যাপশনে লিখেছেন, প্রিয় বান্ধবী সুহানা খানের কাছ থেকে স্কার্কটি চুরি করেছেন তিনি।