মন্তব্য
উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে শুটিং করে অশ্লীল ভিডিও বানিয়ে পর্ন ওয়েবসাইটে চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী গহনা বশিষ্ঠকে।
তিনি যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি 'অশ্লীল' ভিডিও আপলোড করেন। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের দুই হাজার টাকা করে দিতে হতো।
প্রচুর মডেলিং ও প্রডাকশন হাউস এই চক্রের সঙ্গে যুক্ত। গহনা নিজেও একটি প্রডাকশন হাউস চালাতেন। সবাই জানত, সেখানে ওয়েব সিরিজ ও সিরিয়ালের কাজ হয়। আদতে সেখানেই চলত দেদার পর্নগ্রাফির শুটিং।