নুসরাত অধ্যায় শেষ নিখিলের

০৮ ফেব্রুয়ারী ২০২১

গতবছর পোশাকের ব্র্যান্ড 'ইউভ' লঞ্চ করেছিলেন নুসরাত জাহান। ওই ব্র্যান্ডের বছর পূর্তিতে সেই নুসরাতই অনুপস্থিত। ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী নিখিল জৈন লিখলেন, 'নতুন সূচনা'। 

রঙ্গোলি ইন্ডিয়ার সিইও নিখিল জৈন। এই সংস্থার ব্র্যান্ড বিপণনদূত নুসরাত। সংস্থার ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে তাঁর ছবি। গতবছর রঙ্গোলিই 'ইউভ' নামে একটি ক্লথিং আত্মপ্রকাশ করেন। এই ব্র্যান্ডটির ভাবনায় ছিলেন নুসরাত জাহান।

একবছরে কত কিছুই না বদলে যায়! যে ইউভকে নিজের সন্তানসম বলেছিলেন নুসরাত জাহান, শনিবার সেই ব্র্যান্ডের বর্ষপূর্তির উদযাপনে তিনি নেই। তাঁকে ছাড়াই ফ্যাশন শো-এর আয়োজন করলেন নিখিল জৈন। থাকলেন নুসরাতের স্টাইলিস্ট স্যান্ডিও। 


মন্তব্য
জেলার খবর