টিকার চারভাগের তিনভাগই ১০টি দেশের কাছে

০৮ ফেব্রুয়ারী ২০২১

টিকার সংখ্যা ভাইরাস সংক্রমণের সংখ্যাকে ছাড়ালেও বিশ্বে মোট টিকার চারভাগের তিনভাগই ১০টি দেশের কাছে রয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় প্রধান কার্যালয় থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ডাইরেক্টর জেনারেল টেড্রস আধানোম গ্যাব্রিয়েসুস এক ওয়েবিনারে এই তথ্য জানান।

ডাব্লুএইচও-এর প্রধান বলেন, একদিক থেকে এটি শুভ সংবাদ এবং অল্প সময়ের মধ্যে অসাধারণ এক অর্জন। গ্যাব্রিয়েসুস জানান, প্রায় ১৩০টি দেশের দুই শ ৫০ কোটি মানুষ এখনো টিকার সুবিধা থেকে বঞ্চিত। এ সময় টেড্রস মোট টিকার সংখ্যা জানাননি।

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর