মন্তব্য
নির্যাতনের শিকার হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়া দুজন সমকামী পুরুষকে চেচনিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই যুবকরা মারাত্মক বিপদে রয়েছেন।
সালেখ মাগামাদাভ এবং ইসমাইল ইসায়েভকে রুশ পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদের ফেরত পাঠিয়েছে।
চেচনিয়া পুলিশের হাতে আটক এড়িয়ে রাশিয়া পালিয়ে আসতে ওই দুই ব্যক্তিকে গত বছর সহায়তা করেছে রাশিয়ার এলজিবিটি নেটওয়ার্ক।
বিবিসি