ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দশম দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দায়ে মস্কোর ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক দস্যুতা শুরু করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ সরকারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। তবে সেই পদক্ষেপ কী হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। শুধু তিনি বললেন রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুতিনের মুখপাত্রের এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।
পেসকভ বলেন, রাশিয়া এতো বড় এক দেশ যে তাকে কখনই একঘরে করে রাখা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়েও বিশ্ব আকারে অনেক বড়। পৃথিবীতে আরো অনেক দেশ আছে বলে মন্তব্য করেন তিনি।
রয়টার্স/আরআই