বিদ্যুতের খুটিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

০৮ ফেব্রুয়ারী ২০২১

সাতক্ষীরা সংবাদদাতা

ভুল করে বিদ্যুতের খুঁটিতে টাঙানো ৩৩ হাজার কেভি’র তারে হাত দেওয়ামাত্রই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গেলেন বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক শ্রমিক। সোমবার সকালে সাতক্ষীরা জেলা শহরের কাটিয়ার কাষ্টম গোডাউন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো। তিনি গাইবান্ধা জেলার দামদুরপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দূর্ঘটনার আগে বিদ্যুতের মেরামত কাজের জন্য পল্লী বিদ্যুত অফিসকে ঘটনাস্থলের একটি ফিডারের বিদ্যুৎ সরবারহ বন্ধ করতে বলেন ওই শ্রমিক। তার কথা মতো ওই ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কিন্তু ফিডারটির পাশাপাশি আরেকটি ফিডার ছিল, টেক্সটাইল মিলের। সেই ফিডারে বিদ্যু সরবরাহ স্বাভাবিক ছিল। কিন্তু হাবিবুর রহমান ভুট্রো ভুল করে বিদ্যুৎ থাকা ফিডারের খুটিতেই ওঠেন এবং তারে হাত দেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার সন্তোস কুমার সাহা জানান,দূর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানান হবে।

 

কেকে/এমকে


মন্তব্য
জেলার খবর