ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে যানবাহনসহ বিভিন্ন মানুষের কাছ থেকে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় এক যুবককে আটক করেছে র্যাব। নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের জয়বাংলা চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মোকসেদ আলী।তিনি নগরীর চর কালীবাড়ি এলাকার মানিক মিয়া ছেলে।র্যাব-১৪ ময়মনসিংহের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৪ বলছে, মোকসেদ আলী দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছে।আটকের সময় তার কাছ থেকে পুলিশের একটি শার্ট, একটি প্যান্ট, দুটি ক্যাপ, বিজিবির একটি ক্যাপ, একটি অ্যালার্ম হর্ন, একটি মোবাইল ফোন, নগদ টাকা, পুলিশের এক জোড়া জুতা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকসেদ তার অপরাধের কথা স্বীকার করেছে।এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
এমকে