আবুধাবিতে অনুষ্ঠান-পার্টিতে বিধি-নিষেধ

০৯ ফেব্রুয়ারী ২০২১

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিভিন্ন অনুষ্ঠান এবং পার্টিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান বা পার্টিতে অতিথির সংখ্যা সীমিত করার হয়েছে।

আবুধাবির জরুরি, সঙ্কট এবং দুর্যোগ বিষয়ক কমিটি শহরের মধ্যে সব ধরনের পার্টি এবং জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বেশ কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ না হলেও বিধি-নিষেধ জারি হয়েছে।

যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান এবং বিয়েতে সর্বোচ্চ ১০ জন অতিথি যোগ দিতে পারবেন। এর বেশি অতিথি নিয়ে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। এছাড়া মৃত ব্যক্তির জানাজা এবং শোক অনুষ্ঠানে ২০ জন থাকতে পারবেন বলে জানানো হয়েছে।


মন্তব্য
জেলার খবর