মন্তব্য
মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে হতবাক বলিউডের জনপ্রিয় আইটেম তারকা মালাইকা অরোরা। মানুষের ভিড়ের সেই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তিনি প্রশ্ন করেন, ‘করোনা আছে কি নাই।’
মালাইকার শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়ি ও অসংখ্য মানুষের ভিড় জমেছে ব্যান্ডস্ট্যান্ডে। মহামারির সময়ে বিধিনিষেধ ভুলে এতো মানুষের জমায়েত দেখেই ক্ষোভ প্রকাশ করেন মালাইকা।
কয়েক মাস আগে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকা। তিনি বলেন, ‘ভালবাসা সীমানা মানে না। সামাজিক দূরত্ব ও আইসোলেশনকে সঙ্গে নিয়েই, আমরা একে অপরের খোঁজ রেখেছি, দেখেছি এবং কথা বলেছি। আমার দুই সন্তানকে কিছুদিন জড়িয়ে ধরতে পারব না ভেবে কষ্ট হচ্ছে, ওদের মিষ্টি মুখগুলো দেখে আমি মনে জোর পাচ্ছি।’
আনন্দবাজার পত্রিকা