জুনের মধ্যেই সামরিক শাসনামলের অধ্যাদেশ রূপান্তর হচ্ছে আইনে

০৯ ফেব্রুয়ারী ২০২১

সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো উচ্চ আদালতের নির্দেশ মতো আগামী জুনের মধ্যে আইনে রূপান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব  জানিয়েছেন,  ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রুলিং অনুযায়ী ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৮ পর্যন্ত এবং ১৯৮২ থেকে ১৯৮৬ সাল সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো (অধ্যাদেশ) করা হয়েছিল, সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে। আর যেগুলোর প্রয়োজন নেই, সেগুলো ড্রপ করে দিতে হবে। তিনি জানান, সামরিক শাসনামলের কয়েকশ’ অর্ডিন্যান্স ছিল। প্রায় সবগুলোই আইনে রূপান্তর হয়েছে। এখন ৫৯টি অর্ডিন্যান্স বাকি আছে। 

অনলাইনে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর