আবারও শুরু হচ্ছে অবৈধ দখল উচ্ছেদ 

০৯ ফেব্রুয়ারী ২০২১

দেশের সব ছোট নদী, খাল ও জলাশয়ে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পুনরায় অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়নের জন্য সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের নিজের কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পানিসম্পদ মন্ত্রণালয়।

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন,  শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রম করোনায়  ধীরগতি পায়। শিগগিরই আমরা আবারও শুরু করতে যাচ্ছি। তিনি জানান, ইতোমধ্যে ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমির পরিমাণ এক হাজার ২৭ একর। 

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, ৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন প্রকল্পের পরিচালক মো. আসাফুদ্দৌলা প্রমুখ। প্রসঙ্গত, সারা দেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদকৃত এলাকায় পরিবেশ উপযোগী বৃক্ষ রোপণ করা হবে।


এমকে


মন্তব্য
জেলার খবর