বিজয়ের সাথে জুটি বাঁধলেন সামান্থা

০৬ মার্চ ২০২২

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তার। এরপর পর্দার আড়ালেই ছিলেনে বেশি। জনসম্মুখে তেমন আসেননি। নতুন কোনো সিনেমায়ও চুক্তিবদ্ধ হননি।

 

এবার নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু নির্মাতা শিবা নির্বানা পরিচালায় বিজয়ের সাথে পর্দায় রোমান্স করবেন । সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে সামান্থাকে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুরী জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় অভিনয় করার আগেই সামান্থার সঙ্গে নাম ঠিক না হওয়া ছবিটির কাজ শুরু করবেন বিজয়।

 

খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা। তবে এবারই প্রথম এ জুটি অভিনয় করছে তা নয়, এর আগেও সামান্থা-বিজয় জুটি বেঁধে কাজ করেছেন। ‘মহানতি’ ছবিতে দেখা গিয়েছিল এ জুটিকে। এ জুটির নতুন ছবির গল্প একটি লাভ স্টোরি। এখন দেখার বিষয় ‘ফ্যামিলি ম্যান ২’ খ্যাত সামান্থা বিবাহ বিচ্ছেদের পর পর্দায় বিজয়ের সঙ্গে রোমান্স করতে কতটা সফল হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর