রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস

০৯ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের পরে টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে নিয়ম মেনেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার সিনিয়র জেনারেল হ্লাইং বলেন, তাদের জান্তা সরকার মিয়ানমারের চলমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না।

বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুসারে রোহিঙ্গা প্রত্যাবাসনেও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। যদিও বক্তব্যে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি মিয়ানমারের সেনাপ্রধান।

তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে গৃহহীনদের ফেরত নেওয়া অব্যাহত রাখব। মিয়ানমারের ভেতরে অস্থায়ী শিবিরগুলোতে যত বাস্তুচ্যুত লোকজন রয়েছে, তাদের পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিবিসি বাংলা


মন্তব্য
জেলার খবর