মন্তব্য
সৌদির প্রখ্যাত নারী অধিকার কর্মী লুইজান আল-হাথলুলকে মুক্তি দিতে যাচ্ছে দেশটির সরকার। একাধিক টুইটের মাধ্যমে তার বোন আলিয়া আল-হাথলুল আশা প্রকাশ করেন, বিচারকের নির্দেশেই বৃহস্পতিবার হাথলুল বন্দিদশা থেকে মুক্তি পাবেন।
দীর্ঘদিন কারাবাসে থাকা হাথলুলকে মুক্তি দিতে নানা সময় আহ্বান জানিয়ে আসছিল মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ তুলেছে যে, হাতলুলকে কারাগারে নানাভাবে যৌন হয়রানি করা হয়েছে।
সৌদির রাজপরিবারের শাসন ব্যবস্থা এবং প্রভাবশালী যুবরাজ সালমানের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে অভিযোগ তুলে কারাগারে পাঠানো হয়, এমন অভিযোগ নারী অধিকারকর্মী হাথলুলের পরিবারের।