সৌদিতে অভাবনীয় পরিবর্তনের ডাক

১০ ফেব্রুয়ারী ২০২১

বিচার ব্যবস্থা নিয়ে সোমবার নতুন পরিকল্পনার কথা জানান সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এ পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব।

পারিবারিক আইন, নাগরিক লেনদেন আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন, এই চারটি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে মন্ত্রিসভা ও শুরা কাউন্সিলের কাছেও জমা দেওয়া হবে।  

বিবৃতিতে সালমান জানান, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে। এই উদ্যোগে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বাড়বে। আর ন্যায়বিচারের নীতিগুলো অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে। জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে।


মন্তব্য
জেলার খবর