মন্তব্য
জীবনের বেশিরভাগ সময় মা অমৃতা সিংয়ের সঙ্গে কাটিয়েছেন সারা আলি খান। তাই বিয়ের পর মাকে একা রেখে যাবেন না এ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সারা আলি খান বলেন, আমি সারাজীবন মায়ের সঙ্গে থাকব বলে ঠিক করেছি। এই কথাটা বললে মা আমার ওপর রেগে যায়। কারণ আমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে সে। কিন্তু বিয়ের পরেও তো মা আমার সঙ্গে এসে থাকতে পারে, তাই না?
সারার সবচেয়ে ভালো বন্ধু তার মা। আর মাকে যমের মতো ভয়ও পান তিনি। এমনটা জানিয়ে সারা আরও বলেন, মায়ের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভাল লাগে। কিছুদিনের জন্য দূরে গেলেও মাকে মিস করি। মায়ের কাছে আমি কিছু লুকিয়ে রাখি না। কিন্তু আবার মাকেই সব থেকে বেশি ভয় পাই।