সততা নিয়ে মিমি-নুসরাতের মতানৈক্য!

১০ ফেব্রুয়ারী ২০২১

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী । যাতে লেখা, সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে, সে সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে প্রিয় হয়। 

মিমির এক পোস্ট মানতে পারেননি নুসরাত জাহান। পাল্টা পোস্ট করেন তার ইনস্টাগ্রামে স্টোরিতে। নুসরাত যে ছবি পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল, জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।


মন্তব্য
জেলার খবর