মারমুখী মিয়ানমার সেনাবাহিনী

১০ ফেব্রুয়ারী ২০২১

গণতন্ত্রের দাবিতে মিয়ানমারের রাজপথে নামা বিক্ষোভকারীদের সামনে ক্রমেই ‘স্বরূপে’ হাজির হচ্ছে সামরিক সরকার। তবে সামরিক সরকারের চোখ-রাঙানি উপেক্ষা করে রাজপথে মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বিক্ষোভের প্রথম তিন দিন চুপ থাকলেও চতুর্থ দিনে জলকামান এবং পঞ্চম দিনে এসে বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 বিক্ষোভ দমাতে গত সোমবার নতুন কিছু বিধি-নিষেধ আরোপ করে সামরিক সরকার। নতুন বিধি-নিষেধ অনুযায়ী কয়েকটি শহরে গণজমায়েত করা যাবে না। এ ছাড়া এসব শহরে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

এএফপি ও বিবিসি


মন্তব্য
জেলার খবর