হেফাজতের সহকারী মহাসচিব ছুরিকাঘাতে আহত

১০ ফেব্রুয়ারী ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিমউদদীনকে ছুরিকাঘাত করা হয়েছে।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লালবাগ শাহী মসজিদের গেটে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত বক্তির পরিচয় বা ঘটনার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।  

ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান জানান, আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদ্রাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন জসিমউদদীন।  এসময় পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। সিসিটিভির ফুটেজে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করতে দেখা গেছে। 

এদিকে  জসিমউদদীনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর