মন্তব্য
গুণগতমান বজায় রেখে নির্মাণাধীন সড়কের কাজ বর্ষার আগেই শেষ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)ঢাকা-আরিচা মহাসড়কে চার লেনবিশিষ্ট সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী এই নির্দেশ দেন।
মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে। তিনি বলেন, পরিবহনে যতদিন শৃঙ্খলা ফিরে না আসবে, ততদিন যতই উন্নয়নকাজ হোক না কেন- তাতে কোনও লাভ হবে না। এসময় বিএনপির আন্দোলনের হুংকারের সমালোচনা করেন মন্ত্রী। বলেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল। কিন্তু আন্দোলন হবে কোন বছর? বিএনপি নেতারা কি চান তা তারাও জানে না।
এমকে