শপথ নেওয়ার একদিন পরই চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে ১৮ সংগঠন থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। যার ফলে সংগঠনগুলোর কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান। তিনি বলেছেন, ‘হাইকোর্টের রায় পেয়েই আমি বলেছিলাম- আমার কাজে বাধা সৃষ্টি করতে আরো ষড়যন্ত্র হবে। বয়কটের এ সিদ্ধান্ত তারই অংশ।’
এ অভিনেতা আরো বলেন, ‘এ সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোনো প্রভাব ফেলবে না। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়; আমি কি কোনো সংগঠন বিরোধী কাজ করেছি। ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এ অনুমতি তো সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে শুনে দেখতে পারেন। আমার একার কি এত ক্ষমতা আছে আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না।’
জায়েদ বলেন, ‘আজকের মিটিংয়ে তো শিল্পী সমিতির কেউ ছিল না; প্রযোজক সমিতিও নেই তাহলে ১৮ সংগঠন কিভাবে হলো?’
এর আগে, সন্ধ্যায় এক জরুরি মিটিং শেষে এক বিজ্ঞপ্তিতে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।