আটক ১৪ লাখ ইয়াবা, উদ্ধার দুই বস্তা টাকা

১০ ফেব্রুয়ারী ২০২১

কক্সবাজারে ১৪ লাখ পিসের ইয়াবার চালান আটক ও দুই বস্তা টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। দুই বস্তায় ১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ছিল। এই ঘটনায় ৫ জনকে আটকের খবর পাওয়া গেলেও তিনজনের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। ঘটনা মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকালে পর্যন্ত সময়ের। কক্সবাজারের পুলিশ সুপার  হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

আটক দুই ব্যক্তির নাম জহিরুল ইসলাম ফারুক ও বাবু। ফারুকের বাসা থেকেই টাকাগুলো উদ্ধার করা হয়।  দুপুরের দিকে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রিজ এলাকা থেকে  ইয়াবাসহ ফারুক ও বাবুকে আটক করা হয়। এরপর বিকালে শহরের নুনিয়ারছড়া এলাকায় ফারুকের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, ইয়াবা ও টাকা উদ্ধারের ঘটনায় আটক এই চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর