করোনা নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত

১১ ফেব্রুয়ারী ২০২১

গত চার সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসায় বিচার বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জানিয়েছে, মহামারি করোনা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। ধীরে ধীরে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসছে করোনার প্রকোপ। 

শক্তিশালী করোনার প্রকোপ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।  বিশেষজ্ঞরা জানিয়েছে, মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টায় যে সুফল আসতে শুরু করেছে, তা করোনা মহামারি নিয়ন্ত্রণেরই আভাস।

ডব্লিউএইচও করোনা মহামারির সাপ্তাহিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার মানুষের। যা আগের সপ্তাহের চেয়ে সংখ্যা ১০ শতাংশ কম। এছাড়া গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখের বেশি। তার আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা ১৭ শতাংশ কম। 

ওয়ার্ল্ডোমিটারস ও সিএনএন


মন্তব্য
জেলার খবর