মন্তব্য
প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অমিতাভ রেজা পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে ফারিয়াকে। তার বিপরীতে থাকবেন চঞ্চল চৌধুরী।
নিজের প্রথম ওয়েব ফিল্মে কাজের জন্য প্রায় প্রস্তুত শবনম ফারিয়া। ৯ ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সহ-অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া।
ক্যাপশনে লিখেছেন, প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’তে কাজ শুরু করার জন্য আমি প্রায় তৈরি। এতে আমার চরিত্রের নাম ‘পারভীন’। আমি খুবই আনন্দিত যে সহশিল্পী হিসেবে আমার সঙ্গে আছেন চঞ্চল ভাই। প্রথম সিনেমায়ও তাকে সহশিল্পী হিসেবে পেয়েছিলাম।