মন্তব্য
জন্মদিন প্রচুর উপহার পেয়েছেন টলিউডের পরিচিত অভিনেত্রী পায়েল সরকার। রাত ১২টার সময় কাছের বন্ধুরা কেক আর ফুল নিয়ে হাজির হয়েছিল। সেটা বেশ সারপ্রাইজিং লেগেছে অভিনেত্রীর কাছে।
তার ভাষায়, মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছি। বাবা-মায়ের সঙ্গে দিনটি কাটাব। খাওয়া-দাওয়া করব। বিশেষ করে মায়ের হাতের পায়েস। ওটা মাস্ট।
বুধবার (১০ ফেব্রুয়ারি) তার ৩৭তম জন্মদিনে রাজারহাটে বাবা-মায়ের বাড়িতে যান, ওখানেই কেক কাটেন। তারপর আমার ফ্যান ক্লাবের লোকজন আসে, ওদের সঙ্গেও কেক কাটেন।