মন্তব্য
সারা আলি খান সম্প্রতি একটি মজার ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাতে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে সারা। তার সারা গায়ে নীল কাপড়ে ঢাকা। মুখটা শুধু বের করা। স্যালাইন লাগানো হয়েছে। দাঁত তুলতে গিয়েছেন তিনি। তাকে ঘিরে আছেন চিকিৎসকরা। ডা. রাজেশ শেট্টি তার দাঁত তুলবেন।
সারা বলছেন, 'আমার দাঁত তুলে ফেলা হবে, কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমার ডাক্তারের সঙ্গে আলাপ করে নিন।' এই ভিডিও শেয়ার করে সারা লেখেন, 'নমস্তে দর্শকও, দাঁত বাই বাই'। এই ভিডিও দেখে অনেকে লিখেছেন, কোন দাঁতটা তুলছেন সারা?' তিনি কেমন আছেন তাও জানতে চেয়েছেন তার ভক্তরা।
নিউজ ১৮