গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। শনাক্ত হয়েছে ৫২৯ জন আর মারা গেছেন আটজন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৩৬৮ জন, মারা যায় ১৩ জন। স্বাস্থ্য অধিদফতরের দু’দিনের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দুই দশমিক ৬৩ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে, আর মোট রোগীর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪০ জন।
এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৮৫ জন। ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন সুস্থতা ফিরে পেয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪০।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৬২টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ১৩২টি। মারা যাওয়া আটজনের মধ্যে পুরুষ ছয়জন আর নারী দুইজন। বিভাগের মধ্যে ঢাকার চারজন, চট্টগ্রাম ও খুলনার আছেন দুইজন করে। সরকারি হাসপাতালে সাতজন আর বাকি একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে