টিকা নিতে চায় ৬৪ শতাংশের বেশি বাংলাদেশি 

১১ ফেব্রুয়ারী ২০২১

বাংলাদেশের ৬৪ শতাংশের বেশি মানুষ করোনার টিকা নিতে চায়। জরিপের বরাত দিয়ে এই কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যৌথভাবে এই জরিপ করেছে ফেসবুক এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড। বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ফেসবুক।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে নির্ভুল তথ্য খুবই গুরুত্বপূর্ণ। জরিপের প্রশ্নের উত্তরে তারা টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই আগ্রহের হার দেশ ভেদে ভিন্নতা লক্ষ্য করা গেছে।যেমন- ভিয়েতনামে গড়ে ৮৬ শতাংশ,  ভারতে ৭২ শতাংশ মানুষের টিকা নেওয়ার আগ্রহ আছে।

 

ডেটা ফর গুড প্রোগ্রামের অংশ হিসেবে একাডেমিক সহযোগীদের সঙ্গে নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়। স্বাস্থ্য গবেষকদের আরও ভালো মনিটরিংয়ে সহায়তা করতে ও করোনার বিস্তার সম্পর্কে জানতে  জরিপটি করে তারা। ২০২০ সালের এপ্রিল মাসে এই জরিপে বিশ্বের ২০০টি দেশের প্রায় ৪ কোটি মানুষ অংশ নেয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর