ডিএসইতে  লেনদেন বেড়েছে প্রায় ১০৩ কোটি টাকা

১১ ফেব্রুয়ারী ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) ১০২ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন বেড়েছে। তবে কমেছে সিংহভাগ শেয়ারের দর। শুরুর দেড় ঘণ্টা উত্থানের মধ্য দিয়ে হলেও বাকি সময়টায় পতনের মধ্যে দিয়েই হয় লেনদেন। কর্মঘণ্টায় শেয়ার লেনদেন হয় ৩৫৪টি কোম্পানির। দর বেড়েছে ৯৫টির এবং কমেছে ১৪৮টির। বাকি ১১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল।

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার  লেনদেন হয় ৭৮৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বুধবার প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৫০৯ দশমিক ৪০ পয়েন্টে পৌঁছায়।  বাজার মূলধন ২ হাজার ৮৭ কোটি ২৫ লাখ ২৪ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৭০ হাজার ৯২৩ কোটি ৭০ লাখ টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ৫০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮৪৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন লিমিটেড। প্রধান সূচক সিএসসিএক্স শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৯ হাজার ৬৪২ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে।  

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর