বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)কে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসার কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিআরটিসি’র লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে হবে।এই প্রতিষ্ঠানকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হতে হবে। পদ্মা সেতু প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চলছে।এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পদ্মা সেতুর নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে, তাতে আগামী বছর জুনের মধ্যেই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে।
ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য। যদি কোনও মেরামতের প্রয়োজন হয়, সেজন্য তাদের ২০২৩-এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ঠিক করা আছে ২০২২ সালের জুন পর্যন্ত।
এমকে