ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ মার্চ ২০২২

রাজধানী ঢাকার ফুটপাত দখলমুক্ত এবং সেটা পথচারীদের চলাচলের জন্য উপযোগী রাখতে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ  দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারার মতো এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নয়নের জন্যও সংশ্লিষ্ট মেয়রকে নির্দেশ দেন। রোববার (৬ মার্চ) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন।  কাঁচকুড়া হাইস্কুল প্রাঙ্গনে এ  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, তার সরকার সীমিত শক্তি দিয়েই ঢাকা শহরকে  যতদূর সম্ভব আধুনিকায়ন, সবুজায়ন ও বসবাসের উপযোগী করার চেষ্টা করছে। ডিএনসিসিতে যুক্ত নতুন ১৮টি ওয়ার্ডে খেলার মাঠ, পাবলিক টয়লেটসহ নানা নাগরিক সুবিধা সৃষ্টির প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ঢাকা আরও সুন্দর হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। বক্তব্য দেন- সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ডিএনসিসি এর মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।

 


মন্তব্য
জেলার খবর