পঞ্চগড়ের বোদা উপজেলায় রেড কোরাল কুকরি প্রজাতির একটি সাপসহ আরও ৫ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।কালিয়াগঞ্জ বাজার এলাকায় মাটি কাটার সময় সাপগুলো উদ্ধার করা হয়। কোরাল কুকরি প্রজাতির সাপ সচারচার বাংলাদেশে দেখা যায় না, বিরল- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাপটি বর্তমানে রাজশাহীতে সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি সাপগুলো উদ্ধার করেন সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কাজে পারদর্শী স্থানীয় বাসিন্দা সহিদুল ইসলাম। বাকি প্রজাতির সাপগুলো হচ্ছে- দাঁড়াশ সাপ ২টি, গুইসাপ ১টি, হেলে ২টি, কৃষ্ণ কালাচ ১টি। রেড কোরাল কুকরি সাপটি মাটি কাটার সময় মেশিনে আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সাপ গবেষক বোরহান বিশ্বাস রোমনের কাছে হস্তান্তর করা হয়। অন্য সাপগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
উজ্জল কমলা ও লাল প্রবাল রঙয়ের রেড কোরাল কুকরি সাপটি কম বিষযুক্ত ও নিরীহ প্রজাতির। হিমালয়ের পাদদেশ দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এই সাপ দেখা যায়। নেপালের মহেন্দ্র নগর, চিতোয়ান ন্যাশনাল পার্ক, ভারতের নৈনিতাল ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এটি দেখা যায়। ৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে প্রথম সাপটি দেখা যায় বলে জানিয়েছেন বোরহান বিশ্বাস রোমন।
এমকে