মন্তব্য
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সামরিক জান্তা। সু চির দল এনএলডির এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
কিয়াও টিন্ট সোয়ে নামের ওই সহযোগী সু চির দপ্তর স্টেট কাউন্সিলরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে সু চির ডানহাতও বলা হয়ে থাকে।
বেসামরিক সরকারকে ক্ষমাচ্যুত করার আগের দিন তিনি সেনাবাহিনীর সঙ্গে কড়া ভাষায় কথা বলেছিলেন।
এএনআই