ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান!

১২ ফেব্রুয়ারী ২০২১

‘বাবর ক্রুজ মিসাইল আইএ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়।

বাবর ক্রুজ মিসাইল আইএ ‘স্টেট অব দ্য আর্ট মাল্টি টিউব মিসাইল লঞ্চ ভেহিকল’ থেকে পরীক্ষা চালানো হয়। গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান।

এর আগে গত ২০ জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন-৩-এর সফল পরীক্ষা চালায় দেশটি। এর পর চলতি মাসের শুরুতেই ‘গজনভি’ নামের আরো একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে।

ডন


মন্তব্য
জেলার খবর