জার্মানিতে ঝুঁকির মুখে রাজনীতিবিদরা

১২ ফেব্রুয়ারী ২০২১

জার্মানিতে রাজনীতিবিদের বিরুদ্ধে হুমকি বেড়েছে। নতুন এক পরিসংখ্যান বলছে, স্থানীয় রাজনীতিকরা পড়ছেন ঝুঁকির মুখে। রাজনীতিবিদ ও দলীয় সদস্যদের বিরুদ্ধে নিপীড়নের হুমকি ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে শতকরা ৯ ভাগ বেড়েছে। এমনই তথ্য জানা গেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে। 

রাজনীতিবিদদের বিরুদ্ধে গালাগাল, হেটস্পিচ ছাড়াও দলের অফিস ভাঙচুর, দেয়াল লিখন, অগ্নিসংযোগ এমন কি কিছু শারীরিক হামলার ঘটনাও এর মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি হামলার শিকার হয় এএফডি বা উগ্র ডানপন্থীদল। পরিসংখ্যানে নিপীড়নের শিকার হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে আঙ্গেলা ম্যার্কেলের দল এবং তৃতীয় স্থানে সবুজদল বা গ্রিন পার্টির সদস্যরা।

ডয়চে ভেলে বাংলা


মন্তব্য
জেলার খবর